দুরন্ত কাঠবিড়ালি
১ ডিসেম্বর ২০১৭ ১০:০৬
কাঠবিড়ালি! কাঠবিড়ালি! পেয়ারা তুমি খাও? গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? বাতাবি-নেবু? লাউ? ছড়ার কল্পিত পেয়ারা গাছের উপস্থিতি ইটপাথরের শহরে দুর্লভ প্রায়। তাতে কি, থেমে নেই দুষ্টু কাঠবিড়ালির খুনসুটি। শুক্রবার রমনা পার্ক থেকে সুমিত আহমেদের তোলা ছবি