মন্দিরে মন্দিরে বিদ্যা, বাণী আর সুরের দেবীর আরাধনা
১০ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩২
সনাতন ধর্মীয় রীতিতে আজ সরস্বতী পূজা। বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা ও পূজার আচার পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। মধ্যরাত থেকে শুরু হয়ে দেবীর প্রতি ভালোবাসা প্রকাশ যা চলবে রাত অবধি। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’- মন্ত্রে তারা দেবীর আশীর্বাদ পেতে চাইছেন। ঢাকার বিভিন্ন মন্দির থেকে সরস্বতী পূজার ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/এনএইচ