ধানের পাতায় ফোঁটায় ফোঁটায় জমে থাকে শিশির। ভোরের আলো ছড়ানোর সঙ্গে সঙ্গে হীরকখণ্ডের মতো ঝলসে উঠে তারা। একটু বেলা হলেই কোথায় যে হারিয়ে যায়, পরের দিন ভোর ছাড়া দেখা মেলা ভার!
খুব সাধারণ চিত্র, হয়ত আজ আপনিই মাড়িয়ে গিয়েছেন এমন এক একটি হীরক খণ্ড।
তবে সারাবাংলার আলোকচিত্রী হাবিবুর রহমান জহুরীর চোখ দিয়ে ঠিকই তুলে এনেছেন হীরক খণ্ডগুলো।
সারাবাংলা/এসআরপি/এমআই