Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়েছে ঘর, ছাই হয়েছে চুড়ির দোকান


২৪ মার্চ ২০১৯ ১৪:৩৭ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১৪:৪০

শহীদ নগরে ভস্মীভূত দোকান ও ঘরবাড়ির একাংশ

পুরান ঢাকার শহীদ নগরে একটি চুড়ির কারখানায় আগুন লেগেছে। আগুনে দেড় ডজন দোকান ও ঘর পুড়েছে। তবে এতে কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। রোববার (২৪ মার্চ) সকালে আগুনে ভষ্মীভূত দোকান ও ঘরের ছবি তুলেছের সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

 পুড়ে যাওয়া চুড়িতে অবশিষ্ট খুঁজছেন দোকানের মালিক

 

পুড়ে ছাই হয়েছে ঘরের সব আসবাবপাত্র। ভাষাহীন চোখে তাকিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো

 

ক্ষয়ক্ষতি অনুমান করা ছাড়া উপায় নেই

 

আগুনে রক্ষা পায়নি চুড়িতে করা রঙের ড্রাম 

 

ভেঙে পড়া ঘরের কাঠামো

 

অগ্নিকাণ্ডে হতবিহ্বল এই নারী

 

পুড়ে যাওয়া রঙিন চুড়ি ও চুড়ি বাক্স

 

আবার বাঁধতে হবে নতুন ঘর

 

 

সারাবাংলা/এনএইচ

 

 

অগ্নিকাণ্ড ঘর পুড়েছে চুড়ির দোকান