Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পিণ্ডচারণ যাত্রা


২ এপ্রিল ২০১৯ ১৫:১১ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ১৬:৪৭

থাইল্যান্ড ও পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরের যৌথ উদ্যোগে ৯ দিনব্যাপী বৌদ্ধ ভিক্ষু ও শ্রমণেরা প্রতিদিন ভোরে লাইন ধরে পিণ্ডচারণে বের হন। অরণ্য কুটিরে প্রব্রজ্জা প্রদানের এই দিনে ৩০৮ জনকে বৌদ্ধধর্মীয় শিক্ষা দেওয়া হয়। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অরণ্য কুটির এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।

সারিতে দাঁড়িয়ে নবীন প্রব্রজ্যারা

সম্মানে দাঁড়িয়ে শিশুরা

স্থানীয়রা আর্শীবাদ জানাচ্ছেন নবীন এই শ্রমণদের

৩০৮ শ্রমণের সারি

পথ পেরুচ্ছেন শ্রমণেরা

 

 

সারাবাংলা/এনএইচ

 

 

 

পিন্ডচয়ন যাত্রা বৌদ্ধ ধর্মাবলম্বী