Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখে চাই ব্লকের শাড়ি


১২ এপ্রিল ২০১৯ ১৯:৫৬

বৈশাখ বরণ করে নেওয়ার উৎসবে সবসময়ই সাধারণ মানুষের পছন্দের তালিকায় থাকে দেশি কাপড়। সেই দেশি কাপড়ের তৈরি শাড়ি, সালোয়ার কামিজ কিংবা পাঞ্জাবীতে কিছুটা ভিন্নতা আনতে তাতে করা হয় ব্লক-বাটিক বা সেলাই-ফোঁড়াইয়ের নকশা। ফলে যারা এসব কাজ করেন বছরের এই সময়টাতে তাদের ব্যস্ততাও বেড়ে যায় বহুগুণে। এবারও পহেলা বৈশাখকে সামনে রেখে ভীষণ ব্যস্ত সময় পার করছেন রাজধানীর নিউ মারকেটের ব্লকের কারখানার কর্মীরা। নানান রঙের বাহারি কাপড়ে কাঠের ব্লক আর রঙের ছাপায় তৈরি করছেন দারুণ সব নকশা। বিশেষ করে সাদা আর লাল রঙের ওপর ব্লক করার হারটা বেশি। গরমের আরামদায়ক তন্তু হিসেবে সুতির ওপরই করা হচ্ছে বেশিরভাগ নকশা। ব্লক কারখানার ব্যস্ত দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

 

 

সারাবাংলা/এসএমএন

পহেলা বৈশাখ ব্লক কারখানা ব্লকের শাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর