হাওরে ধান কাটার ধুম
১৩ এপ্রিল ২০১৯ ১১:৪৭
চৈত্র মাস শেষ হচ্ছে, দরজায় কড়া নাড়ছে বৈশাখ। এমন সময় হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটার ধুম। গত দু’বছর বন্যার কারণে ঘরে ধান তুলতে পারেননি হাওরবাসী। এ বছর আবহাওয়া ভাল থাকায়, মাঠের পর মাঠ জুড়ে ফলেছে ধান। মুক্ত বাতাসে দোল খাচ্ছে কৃষকের পাকা ও আধা পাকা ধান। চৈত্রের শেষ দিকে এসে সেই পাকা ধান কেটে মাড়াই শুরু করেছেন কৃষক। ছবিগুলো শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে সিলেট সদর উপজেলার সামাউরাকান্দি হাওড় থেকে তুলেছেন মামুন হোসেন।
সারাবাংলা/এসএমএন