Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগ কাঁচাবাজারে আগুন (ফটোস্টোরি)


১৮ এপ্রিল ২০১৯ ০৮:৫১ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০৯:২০

মাত্র এক ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়েছে মালিবাগ কাঁচাবাজার। সকালে ঘুম থেকে উঠে ব্যবসায়ীরা পেয়েছেন এই দুঃসংবাদ। বাজারের শাক-সবজি, ফল-মূল, ডিম, মাছ, ছাগলসহ পুড়ে গেছে প্রায় পুরো বাজার। ব্যবসায়ীরা বলছেন, প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক সকাল ৬টা ৩৫ মিনিটে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, উপার্জনের সম্বল দোকান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। কেউ কেউ শোকে স্তব্ধ হয়ে গেছে। মালিবাগ কাঁচাবাজারের ক্ষয়ক্ষতির ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআর/এসএমএন

মালিবাগ কাঁচাবাজার মালিবাগ কাঁচাবাজারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর