Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমে উঠেছে ডেমরার জামদানি পল্লি


১৭ মে ২০১৯ ১৭:৪৫

লাল টুকটুকে জামদানি শাড়ি দেখাচ্ছেন এক বিক্রেতা

এক সময় আমাদের গ্রাম-বাংলায় একটা কথা প্রচলিত ছিল, ‘নারীর আভিজাত্য ফুটে উঠে, জামদানি শাড়িতে’। জামদানি শিল্প বর্তমানে ক্ষতিগ্রস্ত হলেও তবু টিকে আছে। অনেক নারীরা এখনো জামদানি পরতে পছন্দ করেন। ঢাকায় জামদানির বড় হাট বসে ডেমরা বাজারে।  প্রতি শুক্রবার ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত এখানে চলে পাইকারি ও খুচরায় জামদানির বেচা-বিক্রি। কোনো কোনো জামদানি শাড়ির মূল্য ১ হাজার টাকা থেকে কোনো কোনোটি ২০ হাজার টাকা পর্যন্ত। এমনকি কেউ চাইলে পছন্দমতো অর্ডারও দিতে পারেন। ঈদকে সামনে রেখে এই হাটের আসর জমেছে। ১৭ মে ডেমরার জামদানি পাড়া থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

 

 

 

সারাবাংলা/ এনএইচ

 

 

জামদানি জামদানি পল্লি ডেমরা শাড়ি

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর