Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজা ও ঈদে বেড়েছে টুপি শ্রমিকদের ব্যস্ততা


৩১ মে ২০১৯ ১৭:৪৯ | আপডেট: ৩১ মে ২০১৯ ১৭:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুপি কারখানায় কর্মরত নারী শ্রমিকরা

পবিত্র রমজান মাসে বাজারে থাকে টুপির বাড়তি চাহিদা। ঈদকে সামনে রেখে টুপি তৈরিতে আরও ব্যস্ততা বেড়েছে বিভিন্ন কারখানার টুপি শ্রমিকদের। ঢাকায় টুপির চাহিদার বেশিরভাগই যোগান দেয় রাজধানীর কামরাঙ্গীরচর টুপি কারখানাগুলো। এখান থেকে উন্নতমানের ও ভালো নকশার টুপি রফতানি করা হয় বিদেশেও। ডিজাইনের উপর নির্ভর করে প্রতিটি টুপির দাম ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়। ছবি তুলেছেন সারাবাংলা ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

টুপি তৈরির কাপড় বাছাইয়ের কাজ করছেন শ্রমিকরা।

কাজে ব্যস্ত টুপি শ্রমিক

টুপিতে করা হচ্ছে অ্যাম্ব্রয়ডরির কাজ।

টুপি মৃসণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

হরেক রঙের টুপি

বাজারে বিক্রির জন্য প্রস্তুত টুপি’র সারি

 

সারাবাংলা/ওএম/এনএইচ

 

 

 

ঈদ ও রোজা টুপি কারখানা টুপি শ্রমিক শ্রমিকের ব্যস্ততা