Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


৩ জুন ২০১৯ ১৬:৪০ | আপডেট: ৩ জুন ২০১৯ ১৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ জুন বিকেলে (বাদ জোহর) মসজিদে নববীতে তিনি মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন।

রওজা জিয়ারতে আরও অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

বিজ্ঞাপন