ঈদে নগরী ফাঁকা, সবার বাড়ি ফেরার তাড়া
৪ জুন ২০১৯ ২৩:০৭
এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর কড়া নাড়ছে দরজায়। আর তাই ঈদ উদযাপন করতে ব্যস্ত নগরী ছাড়ছেন কর্মজীবী মানুষেরা। সবারই ইচ্ছা পরিবার-পরিজনদের নিয়ে ঈদে আনন্দময় সময় কাটানো। তাই বাস-লঞ্চ-ট্রেনে যে যেভাবে পারছেন ছুটছেন প্রিয়জনদের কাছে। হয়তো কিছুটা ঝুঁকি নিয়ে হলেও ঈদে সবার বাড়ি ফেরার তাড়া। ঘুরমুখো মানুষের ঈদযাত্রার ছবি ঢাকায় ক্যামেরাবন্দি করেছেন হাবিবুর রহমান, চট্টগ্রামে শ্যামল নন্দী।
প্রিয়জনের হাতে ভর করে বাড়ি ফিরছে শিশুটি।
ট্রেনে করে বাড়ি ফেরার উচ্ছ্বাস।
প্রিয়জনদের কাছে ফিরতে ব্যাকুল মন।
অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠা বারণ।
বাড়ির পথে।
ফাঁকা নগরী ঢাকা।
ঈদের নামাজের জন্য প্রস্তুত ঈদগাহ।
সারাবাংলা/ এনএইচ