Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা জাতের ফুল চিনতে, কিনতে ঘুরে আসুন বৃক্ষমেলা


২৫ জুন ২০১৯ ১৯:০৭ | আপডেট: ২৫ জুন ২০১৯ ১৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর শের-ই বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯’।

গোলাপ, জবা, বাগানবিলাস, কাঁঠগোলাপ, ডেইজি, রঙ্গণ, অর্কিডের মতো পরিচিত ফুলের পাশাপাশি মেলায় উঠেছে পার্পেল প্যাশন ফ্লাওয়ার, বার্ড অব হ্যাভেন, বটলব্রাশ, থাই লিলি, ক্যাটস আই-এর মতো বিদেশি সব নজরকাড়া ফুল।

এসব ফুল গাছের চারা আকারে খুব বড় না হওয়ায় নগরচাষীদের কাছে এগুলোর কদর অনেক। দামও হাতের নাগালে। আকার ও জাত ভেদে দুইশ পঞ্চাশ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এসব ফুলের গাছ।

বৃক্ষমেলা ঘুরে বাহারি সব ফুলের ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ করেসপন্ডেন্ট অলি উল্লাহ আল মাসুদ

বিজ্ঞাপন


রবার্টন ডেইজি


বটলব্রাশ


প্লামেরিয়া


এরান্ডা সানসেট


রুবি


নাসটার্টিয়াম (জবা)


সুসান ফক্স (গোলাপ)


হোয়াইট লিলিয়াক


গোলাপ


ইয়ালো চায়না রোজ


বাগান বিলাস


এরান্ডা এনিকুল (অর্কিড)


ব্লু সোনিয়া


কাঠ গোলাপ


বাগান বিলাস


জবা


ডেইজি


রঙ্গণ


বার্ড অব হ্যাভেন


গোলাপ


গ্র্যাভেলিয়া পিংক প্রিন্সেস


লিলি


থাই লিলি


ক্যাটস আই


ইয়েলো ডেইজি


পেরি উইংকেল

সারাবাংলা/ওএম/এমআই

 

জাস্টক্লিক বাহারি ফুল বৃক্ষ মেলা ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর