Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন্ত ভাস্কর্য ‘বনসাই’


১ জুলাই ২০১৯ ১১:৫৮

ঢাকা: বিশেষ কিছু গাছকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বনসাই’য়ে রূপান্তরিত করা হয়। সাধারণত একটি বনসাই বিশ থেকে একশো বছর পর্যন্ত পরিচর্যার পর পরিপূর্ণতা পায়। সুদূর চীনে প্রায় ২০০০ বছর আগে বনসাই শিল্পটি শুরু হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও এই শিল্পের কদর দিনে দিনে বাড়ছে। অনেকেই শখ করে নিজ বাসায় বনসাই করছেন বা বনসাই কিনে ঘরে রাখছেন। সাধারণত বট, অশ্বত্থ, তেঁতুল, বাবলা, আম, অশোক, বাগানবিলাস, ডালিম, দারুচিনি, গোল্ড মোহুর ইত্যাদি গাছ বেছে নেওয়া হয় বনসাই তৈরি করতে। ঘরে অথবা বাগানেই সঠিক পরিচর্যার মাধ্যমে বনসাইয়ে রুপান্তরিত করা হয়।

রাজধানীর  আগারগাঁও এর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) পাশে বাণিজ্য মেলার মাঠে  মাসব্যাপী চলছে  বৃক্ষমেলা। সেখানে পাওয়া যাচ্ছে দৃষ্টিনন্দন সব বনসাই। আকার ও জাত ভেদে ৪০ থেকে ৫০ বছর বয়েসী এসব বনসাই এর দাম হাঁকা হচ্ছে ৫ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। মেলা ঘুরে বিচিত্র এসব বনসাই এর ছবি তুলেছেন সারাবাংলার স্টাফ করেসপন্ডেন্ট অলি উল্লাহ আল মাসুদ।

      

                       

সারাবাংলা/ওএম

জাস্টক্লিক বনসাই বৃক্ষমেলা ২০১৯


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর