সোনালি স্বপ্ন
৩ জুলাই ২০১৯ ০৯:৪৫
ঢাকা: আষাঢ় মাস, চলছে ‘সোনালি আঁশ’ পাট তোলার মৌসুম। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর পর তবেই বিক্রি হবে এই সোনালি আঁশ। আর এই সোনালি আঁশকে ঘিরেই সোনালি স্বপ্ন দেখে পাট চাষীরা। পাট প্রস্তুত করে বিক্রির উপযোগী করে তুলতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষীরা। রাস্তার ধারে, নদী ও খালবিলের পাড়ে এমন দৃশ্য চোখে পড়বে হামেশাই। মুন্সিগঞ্জ উপজেলার সিরাজদিখান গ্রাম ঘুরে পাট ধোয়ায় ব্যস্ত চাষীর ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ ।
সারাবাংলা/ওএম