মৃত্যুঝুঁকি নিয়েও পাহাড়ে বসবাস
১১ জুলাই ২০১৯ ১৪:২৮
চট্টগ্রাম: গত কয়েকদিনের টানা বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রাম। পাশাপাশি রয়েছে পাহাড় ধসের শংকা। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পাহাড়ে বসবাসরত অনেক পরিবারকেই সরিয়ে নিয়েছে নিরাপদ আশ্রয়ে। বসবাসরত বাসিন্দাদের সরে যাওয়ার ঘোষণায় করা হচ্ছে মাইকিং। মৃত্যুঝুঁকির পরেও এখনও বেশ কিছু পরিবার তাদের বসতি আঁকড়ে ধরে বাস করছে পাহাড়ের নিচেই। চট্টগ্রামের লালখান বাজারের মতিঝর্ণা পাহাড়ের নিচের ঝুঁকিপূর্ণ এসব বসতির ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
সারাবাংলা/ওএম