Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজি!


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২৭

হাবিবুর রহমান, ফটোসাংবাদিক

ভাই টাকা দেন হাতির খাবার কিনতে হবে! টাকা দিতেই হবে, না দিলে হাতি কিন্তু আপনার দোকানের সামনে থেকে যাবে না। একদম এভাবেই কথাগুলো বলছিল হাতির পিঠে বসে থাকা মাহুত।

 

 

প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন সড়কের পাশের দোকান থেকে এভাবেই টাকা তুলতে দেখা যায়। টাকা না দিলে দোকানের সামনে থেকে একদমই সরবে না হাতি। মাঝে মাঝেই বড় করে হাক ডাকও দেয়, যাতে দোকানিরা ভয় পায়।

 

 

কয়েক জন দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন পরই এভাবে দোকানের সামনে হাতি এসে দাঁড়িয়ে থাকে। টাকা না দিলে ক্রেতাদের ভয় দেখায়। ফলে ক্রেতারা দোকানে আসতে ভয় পায়। আবার ৫০ টাকার কম দিলেও নেয় না। এ ছাড়া দোকানের মালামাল নিয়েও টানাটানি করে।

 

 

সারাবাংলা/এইচআর/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর