প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বসছে কোরবানির পশুরহাট।
পোস্তগোলা শ্মশান ঘাটের বালুর মাঠেও চলছে এই আয়োজন।
প্রতিদিন সকাল-বিকেল-রাতে শত শত গরু ও গবাদি পশু ট্রাক ভরে গরু নিয়ে এখানে আসেন খামারিরা। ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনাসহ বিভিন্ন জেলা থেকে ট্রলার আনা হয় এসব গরু।
শেষ সময়ে গরুর যত্ন নিতে দেখা যায় তাদের। মোটাতাজা করতে অনেক ব্যবসায়ী গরুকে খাওয়াচ্ছেন ভিটামিন ক্যাপসুল এবং ভিটামিন পাউডার।
গরু ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, গরুকে চকচকে এবং তরতাজা দেখাবে!
বাজারে এখন ক্রেতা কম, বেশিরভাগ লোকই এসেছে দর্শনার্থী হিসেবে।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় এবার ২৩টি অস্থায়ী হাটে পশু কেনাবেচা চলবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৪টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবে ৯টি পশুরহাট।
৭ আগস্ট থেকে হাটগুলোতে পশু কেনাবেচা শুরু হবে।
পোস্তগোলা শশ্মানঘাট এলাকা থেকে ছবি তুলেছেন হাবিবুর রহমান