সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে ভাঙা হয় রাখের উপবাস
৬ নভেম্বর ২০১৯ ২০:১৫
প্রিয় মানুষদের মঙ্গল কামনা করে প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার উপবাস বা ‘কার্তিকব্রত’ পালন করেন লোকনাথভক্তরা। প্রাণঘাতী রোগ ও অনিষ্ট থেকে থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। এমনটাই প্রচলিত আছে। রাজধানীর স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে
ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে উপবাস ভাঙেন তারা। রাখের উপবাস ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।