রাজধানীর রমনা পার্কে একটি গাছের কোটরে দুই সন্তান নিয়ে বসবাস করে এই টিয়া দম্পতিটি। ছবি তুলেছেন সারাবাংলার স্পেশাল করেসপন্ডেন্ট আজমল হক হেলাল
- কয়েক মাস আগেও রাজধানীর রমনা পার্কের এগাছে-ওগাছে খুনসুটি করে দিন পার করতো এই দম্পতিটি। তখন তাদের হৃদয়ে ছিল প্রেম, কণ্ঠে ছিল গান…
- এরপর তাদের কোলজুড়ে এল দুটি ফুটফুটে বাচ্চা। জীবনে এল পরিবর্তন। এখন তাদের অনেক দায়িত্ব। বড় করতে হবে সন্তানদের…
- বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে তাদের নামতে হয় জীবনযুদ্ধে। তারপর থেকে এই নগরে শুরু হলো নাগরিক জীবন। নিজের বাচ্চার খাবার সংগ্রহে যুদ্ধে নামতে হয় অন্য কোনো বাচ্চার বাবার সঙ্গে…