লাল-সবুজের হাসি [ফটো স্টোরি]
১৬ ডিসেম্বর ২০১৯ ১২:৪০
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে বাংলার আকাশে উড়েছিল বিজয়ের নিশান, লাল-সবুজ পতাকা। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম কাঙ্ক্ষিত বাংলাদেশ। ১৯৭১ সালে বিজয়ের পর ৪৮ বছর পেরুলেও স্বাধীনতার সব স্বাদ এখনো মেটেনি। প্রতিবছর হাসি-আনন্দ-শ্রদ্ধা-গানে ১৬ই ডিসেম্বর আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। রাজধানীতে বিজয়ের সাজ ও জাতীয় স্মৃতিসৌধ থেকে ছবি তুলেছেন হাবিবুর রহমান ও সুমিত আহমেদ।