শীতের কুয়াশামাখা সকাল আর বড়দিনের প্রার্থনা আজ মিলেমিলে এক হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলো সেজেছে নতুন সাজে। ভোরের আলো ফুটতে না ফুটতেই গির্জাগুলোতে ভিড় করতে শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শুরু হয় প্রার্থণা। সেইসঙ্গে গির্জার পাশে থাকা কবরস্থানে গিয়ে প্রিয়জনদের স্মরণ করেন অনেকে। ফুল দিয়ে আর মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তাদের প্রতি। রাজধানীর ফার্মগেটের হলি রোজারিও চার্চ থেকে বড়দিনের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
- আশীর্বাদ
- যীশুর জন্য ভালোবাসা
- প্রার্থনায় মগ্ন বিশপ
- চলছে প্রার্থণা
- প্রার্থনায় মনোযোগ
- সান্টা ক্লজ
- মায়ের কোলে যীশু খ্রিষ্ট
- প্রার্থণার সকাল
- বড়দিনের প্রার্থণা
- বড়দিনের সকাল
- আছেন ক্রুশবিদ্ধ যীশুও
- পবিত্র জল
- প্রিয়জনের জন্য শোক
- স্মরণে প্রিয়জন
- প্রার্থনার শুরু