ক্যামেরাবন্দি ২০১৯ [ফটো স্টোরি]
৩১ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৫:৪৯
বিগত ৫০ বছরের মধ্যে এলজিবিটি সম্প্রদায়ের অন্যতম বড় সম্মেলন অনুষ্ঠিত হলো এ বছর মার্চে। প্রেমিক যুগল জেসাস তাভারেজ ও হুয়ান ডি লা ও চুম্বনের ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ফোর ফ্রিডমস পার্ক থেকে, জুনে।
সময়ের পরিক্রমায় আরও একটি বছর কালের গর্ভে বিলীন হচ্ছে। অতীতের যেকোনো বছরের মতো ২০১৯ সালেও আমরা সাক্ষী হয়েছি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধবিগ্রহের। এর সঙ্গে জোরাল হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানবিক অধিকার ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়টি। সারা বছরের আলোচিত কিছু ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
- অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বেশ কয়েকমাস ধরে লেগেছিল খরা। যারা কারণে ভুগেছে কৃষকরা। ভেড়ার পালকে খাওয়ানোর এই ছবি তোলা হয়েছে ফেব্রুয়ারিতে।
- ইরাকি কুর্দি ফ্যামেলি পালন করছে পার্সিয়ান নতুন বছর। পশ্চিম ও মধ্য এশিয়ার অনেক দেশে মার্চে এই উৎসব পালন করা হয়।
- সিরিয়ার রাস আল-ইন এলাকায় তুরস্কের বিমান হামলার ছবি। রিসেপ তাইয়েপ এরদোয়ান কুর্দিদের সীমান্ত এলাকা থেকে হটাতে এই হামলা চালান।
- সেপ্টেম্বরে বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানে হারিকেন ডোরিয়ন। এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়।
- অক্টোবরে কাশ্মিরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিলের ফলে শ্রীনগরে শুরু হয় আন্দোলন। আইনপ্রয়োগকারী সংস্থার হাত থেকে বাঁচতে আন্দোলনকারী অনেকেই মুখোশ পরে নিজেদের আড়াল করেন।
- ফ্রান্সের সানেরভাইলে প্রায় ২৮০ প্যারাট্রুপার অবতরণের দৃশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণ করে ৭৫তম নর্মান্ডি দিবস উপলক্ষে এই মহড়ার আয়োজন করা হয়।
- প্রায় ৮৫০ বছরের পুরনো নটরডেম ক্যাথেড্রালে আগুন লাগে ১৫ এপ্রিল। ক্ষতিগ্রস্ত হয় পুরো গির্জাটি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো জানিয়েছেন আগামী ৫ বছরের মধ্যে ক্যাথেড্রালটি পুনরায় সংস্কার করা হবে।
- বিগত ৫০ বছরের মধ্যে এলজিবিটি সম্প্রদায়ের অন্যতম বড় সম্মেলন অনুষ্ঠিত হলো এ বছর মার্চে। প্রেমিক যুগল জেসাস তাভারেজ ও হুয়ান ডি লা ও চুম্বনের ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ফোর ফ্রিডমস পার্ক থেকে, জুনে।
- প্রলয়ঙ্করী সাইক্লোন ইদাই এ বছরের ১৪ মার্চ আঘাত হানে মোজাম্বিকে। মৃত্যু হয় কয়েক হাজার মানুষের। বুজিতে এক আশ্রয়কেন্দ্রে দুইবোন ইনিয়া জোয়াকিন লুইস (১১) ও তার বোন লুইসা (৬)।
- রাখাল দেবতা খানবোদার স্মরণে ভারতের জেজুরিতে হওয়া উৎসবের ছবি। ছড়ানো হয়েছে হলুদ গুড়ো।
- এপ্রিলে সুদানের সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে হওয়া আন্দোলনের পরিচিত মুখ হয়ে উঠেন আলা সালাহ (২২)। বিভিন্ন সভা-সমাবেশে তাকে স্লোগান তুলতে দেখা যায়।
- মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন এলাকায় হাজার হাজার আশ্রয়প্রার্থী জড়ো হন। প্রেসিডেন্ট ট্রাম্পের তো এসবে মন গলেনি বরং অভিবাসনবিরোধী একের পর এক আইন জারি করেছেন বছরজুড়ে।