ভারতের দিল্লির ‘ইন্ডিয়া গেটে’ নতুন বছর উদযাপন করা হয় বর্ণিল আতশবাজির মাধ্যমে।
শুভ আগামীর প্রত্যাশায় শুরু হলো আরও একটি নতুন বছর। ঘড়ির কাঁটা মেনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সামওয়া থেকে শুরু হয় ইংরেজি নববর্ষ ২০২০ কে স্বাগত জানানো। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ড, অস্ট্রেলিয়ার সিডনি, জাপানের টোকিও, দক্ষিণ কোরিয়া সিউল, উত্তর কোরিয়ার পিয়ংইয়ং থেকে শুরু হয় বর্ষবরণ। একে একে চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, রাশিয়া, গ্রিস, জার্মানির নাগরিকরা নতুন বছরকে শুভেচ্ছা জানান। এরপর যুক্তরাজ্য, ব্রাজিলসহ লাতিন আমেরিকার দেশগুলো এবং যুক্তরাষ্ট্র ও কানাডার অধিবাসীরা বর্ষবরণের আনন্দে মেতে উঠেন। ছবি গেটি ইমেজ, বিবিসি, গালফ নিউজের।
-
-
নতুন বছরে সেজেছে লন্ডন আই।
-
-
ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে বর্ষবরণ উদযাপন।
-
-
আনন্দে মেতেছে ব্রাজিলীয়রা।
-
-
বর্ণিল আলোতে মেতেছে ক্রোয়েশিয়ার জাগরেব শহর।
-
-
সিডনি অপেরা হাউজকে ঘিরে আতশবাজি বরাবরই নতুন বছরের প্রধান আকর্ষণ। এবারে দাবানলে ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়া বর্ষবরণে উৎসবে মাতবে না এমনটা ধারণা করা হয়েছিল।
-
-
অত জাঁকজমকভাবে না হলেও ইরাকিরাও নতুন বছরকে স্বাগত জানিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে বর্ষবরণের ছবি।
-
-
ব্যাংককের চাও ফারায়া নদীতে নতুন বছর উপলক্ষে আতশবাজি।
-
-
ভারতের দিল্লির ‘ইন্ডিয়া গেটে’ নতুন বছর উদযাপন করা হয় বর্ণিল আতশবাজির মাধ্যমে।
-
-
অকল্যান্ডের স্কাই টাওয়ারে চোখ ধাঁধানো রঙের খেলা।
-
-
নিউইয়র্কের টাইমস স্কয়ারে নতুন বছরকে ঘিরে জমকালো আয়োজন।
-
২০২০
২০২০ বর্ষবরণের ছবি
নতুন বছর
বর্ষবরণ