যারে উড়ে যারে পাখি…
৩ জানুয়ারি ২০২০ ১৬:৪৯
কর্ণফুলীর মোহনায় তখন খেলা করছে শেষ বিকেলের রোদ। হালকা বাতাসে দুলছে নদীর স্বচ্ছ পানি। এর মধ্যেই নদীর বুকে ডানা মেলেছে একদল গাঙচিল। ধবধবে সাদা শরীর আর লালচে ঠোঁট তাদের, পা দু’টোও লালচে। পাখনার দিকটা ধূসর। বিকেলের সোনা রোদ গায়ে লেগে ঝিকমিক করে ওঠে। পাখনা মেলে উড়তে উড়তে যেন আকাশ ছুঁয়ে দেবে। ফের সাঁ করে নেমে আসছে নিচে, আলতো করে ছুঁয়ে দিচ্ছে নদীর জল। কখনো হালকা ডুব, জলকেলি, বাকিদের সঙ্গে হুটোপুটি। নদীতে ভেসে বেড়ানো নৌকাগুলোও তাদের উচ্ছলতায় বাগড়া দিতে পারে না। বরং নৌকার গলুই যেন খেলার মাঠের নতুন এক উপকরণ। শীতের এই মৌসুমে কর্ণফুলীর বুকে দেখা মিলবে এসব গাঙচিলের হুটোপুটি। সময় নিয়ে কর্ণফুলীর মোহনায় একটি বিকেল কাটিয়ে আসতে পারলে হয়তো তাদের সঙ্গেও হুটোপুটি আর ওড়াউড়িতে মেতে উঠতে চাইবে আপনার মনও। এর আগ পর্যন্ত আপাতত চোখ জুড়াক স্থিরচিত্রের অ্যালবামেই। ছবিগুলো তুলেছেন চট্টগ্রামে সারাবাংলারফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী