বনে দাবানল, পুড়ছে ক্যাঙ্গারু-কোয়ালা [ফটো স্টোরি]
৪ জানুয়ারি ২০২০ ১৫:৩৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ১৫:৪২
গত বছরের সেপ্টেম্বর থেকে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, তাসমানিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, পশ্চিম অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ৫০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। এসব রাজ্যে মারা গেছেন অন্তত ২৬ জন। শুধু মানুষের মৃত্যু ও ঘরবাড়িই ক্ষতিগ্রস্ত হয়নি। সম্প্রতি সিডনি বিশ্ববিদ্যালয়ের ইকোলজি বিশেষজ্ঞরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় দাবানলে স্তন্যপায়ী প্রাণী, ক্যাঙ্গারু, কোয়ালা, পাখি ও সরীসৃপসহ অন্তত ৫০ কোটি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে। দাবানলে প্রাণীদের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে বিবিসি, এবিসি ও ডেইলি মেইল।