অনলাইনে যুদ্ধের আতঙ্ক, ছড়াচ্ছে ভুল সংবাদ [ফটো স্টোরি]
৮ জানুয়ারি ২০২০ ১৯:১৭
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রাসঙ্গিক সামরিক সংঘাতের ঢেউ আছড়ে পড়েছে অনলাইন মাধ্যমেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড্রিং এর বিষয়বস্তুর মধ্যে রয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ, ইরান, ট্রাম্প, মিসাইল হামলার মতো বিষয়গুলো। বাজফিড নিউজ জানিয়েছে, অসংখ্য তথ্যের ভিড়ে অনেক ফেক সংবাদও ভিডিও অনলাইনে ছড়িয়েছে যেগুলো চিহ্নিত করা সহজ নয়।
- ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন সেনার কোনো মৃত্যুর কথা স্বীকার করেনি পেন্টাগন। তবে অসমর্থিত সূত্রের বরাতে ছাড়াচ্ছে ভুল তথ্য।
- ইরানের হামলার ভুল ছবিও শেয়ার করা হচ্ছে অনলাইনে। এই ছবিটি ২০১৯ সালের। গুগল থেকে নেওয়া।
- গুগলে অনুসন্ধান করে জানা যায় এই ছবিটি আরও এক বছর আগের। অর্থাৎ ২০১৮ সালের। অথচ এই ছবিটি ইরানের মিসাইল হামলার ছবি বলে ব্যবহার করা হচ্ছে।
- গুগল অনুসন্ধানে জানা যায়, ২০১৭ সালের ফাইল ছবি এটি।
- এটি ইরাকের ভিডিও নয়। ২০১৫ সালে ইউক্রেনের লুশাঙ্কের ঘটনা।
- অনেক ফলোয়ার সমৃদ্ধ টুইটার অ্যাকাউন্টও ছড়াচ্ছে ভুল সংবাদ।
- এটি কাতারের ভিডিও। কাতারের আমিরের ভূমিসৈন্য। ইরান হামলার ভিডিও বলে প্রচার করা হচ্ছে।
- ২০১৪ সালের রাশিয়ার সামরিক মহড়ার ভিডিও। ইরানের মিসাইল পাঠানোর নয়।
ইরাক ইরান জেনারেল কাসেম সোলাইমানি টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প মিসাইল হমালা যুক্তরাষ্ট্র যুদ্ধ