ছবিতে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন
১৩ জানুয়ারি ২০২০ ২০:২৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ২০:৪৪
শেষ হলো মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোটগ্রহণ। গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। ছবিতে দেখুন উপনির্বাচনের চিত্র।
- চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটারদের লাইন।
- চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটারদের লাইন।
- উপনির্বাচনে একটি কেন্দ্রে কোনো ভোটার দেখা যায়নি।
- প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সুফিয়ান ও মোছলেম উদ্দিনের কোলাকোলি করেন।
- উপনির্বাচনে নারী ভোটকেন্দ্রের সামনে লাইন।
- উপনির্বাচনে একটি কেন্দ্রে ভোটার নেই। বসে আছেন দায়িত্বরত কর্মীরা।
- কেন্দ্র পরিদর্শনে গিয়ে লাঞ্ছিত হন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। এই সময় পুলিশ পাহাড়ায় তাকে কেন্দ্র থেকে বের করে দিতে দেখা যায়।
- কেন্দ্র পরিদর্শনে গিয়ে লাঞ্ছিত হন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। এই সময় পুলিশ পাহাড়ায় তাকে কেন্দ্র থেকে বের করে দিতে দেখা যায়।
- উপনির্বাচনে নারী ভোটকেন্দ্রের সামনে খেলায় মগ্ন এক শিশু। মায়ের সঙ্গে কেন্দ্রে এসেছে সে।