কালিবাড়ির মণ্ডপে সরস্বতী পূজার প্রস্তুতি [ফটো স্টোরি]
২৯ জানুয়ারি ২০২০ ১৯:৩১
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’
এই মন্ত্র উচ্চারণ করে করে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাণী অর্চনায়, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হবে। এ দিন বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন হিন্দু সম্প্রদায়ের অগণিত ভক্ত। পূজাকে সামনে রেখে চট্টগ্রামের সদরঘাট কালি বাড়ি মণ্ডপে বিদ্যাদেবীর প্রতিমা তৈরি করছেন মৃৎ শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী প্রতিমা কিনতে আসছেন সদরঘাট কালিবাড়ির এই মণ্ডপে। ছবি তুলেছের সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।