Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়টা ছিল শিশুদের জন্য


২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বই মেলায় শুক্রবার ছুটির দিনের সকালটা বরাদ্দ থাকে শিশুদের জন্য। অনেক বাবা-মা সপ্তাহের একটি দিন সন্তানদের নিয়ে বেড়াতে বের হন। ফেব্রুয়ারি মাস আসলে তো ঘোরার মূল কেন্দ্র হয়ে পড়ে বই মেলা। আজকের শুক্রবারও তার ব্যতিক্রম ছিল না। শিশু প্রহরে শিশুদের সঙ্গে মিশে নানা বয়সী মানুষও ভিড় জমায় বই মেলায়। ছবি: হাবিবুর রহমান

শুক্রবার সকালে শিশুপ্রহরে বই মেলায় ছিল শিশুদের উপচে পড়া ভিড়।

বাবা-মার সঙ্গে পছন্দের বই বাছাইয়ে ব্যস্ত শিশুরা।

শিশুদের প্রিয় সিসিমপুরের বন্ধুরাও এসেছিলো বই মেলাতে।

উল্টেপাল্টে দেখে নিচ্ছে পছন্দের বইগুলো।

মেলায় বসেই একটু পড়ে নেওয়া যাক।

হালুম, টুকটুকি ও ইকরি ওরাও এসেছিলো বই মেলায়।

বিজ্ঞাপন

মেলায় ছিল বিদেশি পাঠকরাও।

 

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর