Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋষিকুম্ভ মেলার যজ্ঞ


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৮ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিতে আহুতি

তিন বছর পর পর ফিরে আসে ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। শোভাযাত্রা, দেব-দেবীর পূজা, চণ্ডীযজ্ঞ, গঙ্গা স্নান, ঋষি সম্মেলন, ধর্মীয় সংগীতানুষ্ঠান, ধর্ম মহাসম্মেলন— এমন নানা আয়োজনে মুখর হয়ে ওঠে জনপদ। অংশ নেন দেশ-বিদেশ থেকে আসা ঋষি-সন্ন্যাসীরা।

ঠিক তিন বছর পর চট্টগ্রামের বাঁশখালীতে ফের শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ত্রিবার্ষিক এই আয়োজন ঋষিকুম্ভ। ৩১ জানুয়ারি শুরু হওয়া এই আয়োজন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেওয়া লাখো পুণ্যার্থীদের জন্য প্রতিদিন দুপুর ও রাতে থাকছে অন্ন প্রসাদ।

ঋষিকুম্ভের অন্যতম অনুষঙ্গ কুম্ভমেলাও জমজমাট হয়ে উঠেছে। লোকজ পণ্যের বিশাল পসরা বসেছে মেলা প্রাঙ্গণে। বাঁশখালী ঋষিধাম থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

বিজ্ঞাপন

ঋষিকুম্ভ কুম্ভমেলা বাঁশখালী ঋষিধাম