সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন-
জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’
দুটি যদি জোটে অর্ধেকে তার
ফুল কিনে নিয়ো, হে অনুরাগী!
ছবি: সুমিত আহমেদ
- কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করে হাফিজা ও তার ছোট ভাই মাহী। বাবা মার সঙ্গে থাকে পাশের রাস্তায়। বই-খাতা আর স্কুলের ব্যাগের বদলে সকাল থেকে ফুলের ঝুড়ি হাতে মোটে একটি পয়সার সন্ধানে ফেরে…
- ছোট্ট মাহী শুধু শহিদ মিনার এলাকায় যেতে পারে ফুল বিক্রি করতে
- সেখানে বসে থাকা মানুষগুলোর কাছে আবদার করে বাকি এক পয়সার ফুল কিনতে