Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ঋতু ফাল্গুনে চল ভালোবাসি…


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৫

বাসন্তি ভালোবাসার উদযাপনে

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একসঙ্গে পালিত হচ্ছে। ছুটির দিনে নগরবাসী মেতে ওঠে ফুল ও ফাগুনের ঋতু, বসন্তকে বরণ করে নিতে।

প্রতিবছরের মত এবারও দিনের প্রথম প্রহরে চারুকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ করা হয়। জাতীয় বসন্ত উদযাপন পরিষতের আয়োজনে এই  উৎসবের শিরোনাম ছিল ‘এসো মিলি প্রাণের উৎসবে।’

হলুদ আর বাসন্তীর পাশাপাশি লাল, নীল আর বিভিন্ন রঙের পোশাক পরে শুক্রবারের ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়ে মাতে চারুকলার প্রাঙ্গণ। নাচ, গানের পাশাপাশি চলে একে অন্যকে নানা রঙের আবীরে রাঙিয়ে বসন্তকে বরণ করে নেওয়া।

চারুকলা প্রাঙ্গণে বসন্ত বরণের ছবিগুলো তুলেছেন সারাবাংলার  সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর