শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একসঙ্গে পালিত হচ্ছে। ছুটির দিনে নগরবাসী মেতে ওঠে ফুল ও ফাগুনের ঋতু, বসন্তকে বরণ করে নিতে।
প্রতিবছরের মত এবারও দিনের প্রথম প্রহরে চারুকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ করা হয়। জাতীয় বসন্ত উদযাপন পরিষতের আয়োজনে এই উৎসবের শিরোনাম ছিল ‘এসো মিলি প্রাণের উৎসবে।’
হলুদ আর বাসন্তীর পাশাপাশি লাল, নীল আর বিভিন্ন রঙের পোশাক পরে শুক্রবারের ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়ে মাতে চারুকলার প্রাঙ্গণ। নাচ, গানের পাশাপাশি চলে একে অন্যকে নানা রঙের আবীরে রাঙিয়ে বসন্তকে বরণ করে নেওয়া।
চারুকলা প্রাঙ্গণে বসন্ত বরণের ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
- দেখি, একটু রঙ মাখি!
- অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে
- মেতেছি আজ রঙের মেলায়
- টাচ আপ!
- একটা সেলফি হয়ে যাক
- সুরের অঞ্জলি দিয়ে বরি এই ফাল্গুন
- সজনি সজনি রাধিকা লো…
- আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে
- মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে
- আহা আজি এ বসন্তে…
- বাসন্তি ভালোবাসার উদযাপনে
- এসেছে ফাগুন, চল মাতি উৎসবে