রক্তে রাঙানো একুশ ফুটছে দেয়ালে দেয়ালে
১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:০০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪২
ভাষার অধিকারের জন্য প্রাণ দেওয়ার যে গৌরব, তার সাক্ষী হয়ে রাজধানীর বুকে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহিদ মিনার। আজকের দিনটি পেরোলেই ইতিহাসের রক্ত ঝরানো ক্ষণের ৬৮ বছর পূর্ণ হবে। আর দিন গেলে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই শুরু হবে সেদিন যারা প্রাণ দিয়েছিলেন, সেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পালা। তার আগেই কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকাজুড়ে চলছে প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় শহিদ মিনারের দেয়ালগুলোতে ফুটে উঠতে শুরু করেছে ভাষা আন্দোলনের ইতিহাস। রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি স্মরণে দেয়াল লিখন আর অঙ্কনের সেই প্রস্তুতিরই কিছু মুহূর্ত ক্যামেরায় ধরেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন সারাদেশের মানুষ, সেই শ্রদ্ধার প্রতিরূপ দেয়ালেও
- দেয়ালের গায়ে চিরসবুজ সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো…’
- যে একুশ মানে মাথা নত না করা, সেই একুশে ফেব্রুয়ারির বার্তা দেয়ালে
- ভাষার জন্য আন্দোলন, তার প্রতিরূপ ফুটে উঠছে শিল্পীর তুলিতে
- ভাষার জন্য আন্দোলন করেছিলেন পূর্বসূরীরা, তা রঙতুলিতে ফুটিয়ে তুলছেন উত্তরসূরীরা
- ভাষা আন্দোলনের সেই অবিস্মরণীয় চিত্র ফুটছে দেয়ালে
- মাতৃকোড়, শিশুর সবচেয়ে নিরাপদ স্থান; সেখান থেকেই শিশুর মুখে আধো বোলে ফুটে ওঠে মাতৃভাষা
- একুশ-ই তো স্বাধীনতার স্বপ্ন সোপানের সূচনা, যে স্বপ্নের বাস্তবায়নে আমরা পেয়েছি ‘আমার সোনার বাংলা…’
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি কেন্দ্রীয় শহিদ মিনার ভাষা আন্দোলন ভাষা শহিদ