Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রক্তে রাঙানো একুশ ফুটছে দেয়ালে দেয়ালে


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১০:০০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন সারাদেশের মানুষ, সেই শ্রদ্ধার প্রতিরূপ দেয়ালেও

ভাষার অধিকারের জন্য প্রাণ দেওয়ার যে গৌরব, তার সাক্ষী হয়ে রাজধানীর বুকে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহিদ মিনার। আজকের দিনটি পেরোলেই ইতিহাসের রক্ত ঝরানো ক্ষণের ৬৮ বছর পূর্ণ হবে। আর দিন গেলে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই শুরু হবে সেদিন যারা প্রাণ দিয়েছিলেন, সেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পালা। তার আগেই কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকাজুড়ে চলছে প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় শহিদ মিনারের দেয়ালগুলোতে ফুটে উঠতে শুরু করেছে ভাষা আন্দোলনের ইতিহাস। রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি স্মরণে দেয়াল লিখন আর অঙ্কনের সেই প্রস্তুতিরই কিছু মুহূর্ত ক্যামেরায় ধরেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি কেন্দ্রীয় শহিদ মিনার ভাষা আন্দোলন ভাষা শহিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর