প্রতিবাদের দেয়াল (ফটোস্টোরি)
২৭ ফেব্রুয়ারি ২০২০ ২০:২০
ষাটের দশক থেকে বাংলাদেশে জনপ্রিয় হতে শুরু করে দেয়াল চিত্র, দেয়াল লিখন। বাংলাদেশের বিভিন্ন আন্দোলন, সংগ্রামে দেয়াল লিখনের সংস্কৃতি রয়েছে। যে কোনো আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা সবসময়ই অগ্রগণ্য। সুতরাং দেয়াল চিত্র ও দেয়াল লিখনের উন্নয়ন ও বিবর্তনেও শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।