২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৭
সাউডি ম্যান, ছোট একটি খামারবাড়ি রয়েছে তার। হারিয়েছেন বেশ কয়েকজন কাছের মানুষকে। রাশিয়ার শাসনকালে তাকে বনে কাজ করতে বাধ্য করা হয়। একমাত্র পুত্রকে নিয়ে তিনি কাজ করতেন। একদিন গাছ পড়ে তার পুত্র সন্তান মারা যায়।
এস্তোনিয়ায় বাল্টিক সাগরের দুটি দ্বীপ কিহনো ও মানিজা। যেখানে বাস করে ইউরোপের সর্বশেষ মাতৃতান্ত্রিক সমাজ। বয়স্ক নারীরাই এখানে পরিবারের সব দেখাশোনা করেন। তাদের স্বামীরা থাকেন সাগরের বুকে। ছবি দ্য গার্ডিয়ানের।
-
-
হস্তশিল্পে পারদর্শী লোহু এলা। কিহনোবাসীদের কাছে তাই তিনি শ্রদ্ধেয়। মিষ্টি হাসির এই নারী বন্ধুত্বপরায়ণ ও দয়ালু। ঘুমতো যাওয়ার আগে কোন পোশাক পরতে হবে অথবা কীভাবে সম্পদ নিরাপদে রাখা যাবে সবাই তার পোশাক-ভাবনায় রয়েছে।
-
-
সাউডি ম্যান, ছোট একটি খামারবাড়ি রয়েছে তার। হারিয়েছেন বেশ কয়েকজন কাছের মানুষকে। রাশিয়ার শাসনকালে তাকে বনে কাজ করতে বাধ্য করা হয়। একমাত্র পুত্রকে নিয়ে তিনি কাজ করতেন। একদিন গাছ পড়ে তার পুত্র সন্তান মারা যায়।
-
-
বাহাত্রা হেলজুর প্রিয় সঙ্গী তার গরুটি। এটি নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন তিনি।
-
-
বন্যপ্রাণী পছন্দ করেন জারসুমো ভার্বে। তার রয়েছে অনেকগুলো বিড়ালও। আরও আছে তার পালিত ঘোড়া ও কুকুর, আরও আছে ছাগল। ছাগদুগ্ধে তার পুষ্টির চাহিদা মিটে যায়।
-
-
ইউরোপ
কিহনো
মাতৃতান্ত্রিক সমাজ
মানিজা