জাতির জনককে নিয়ে বিশেষ কর্নার পররাষ্ট্র মন্ত্রণালয়ে
১৬ মার্চ ২০২০ ২১:৪৭ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৭:২৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন মুজিববর্ষ। করোনাভাইরাস আতঙ্কে সেই মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত সরকারের। তারপরও এই উপলক্ষ ঘিরে চলছে নানা আয়োজন, যেগুলো জাতির জনককে স্মরণের সুযোগ করে দেবে যেকোনো সময়। পররাষ্ট্র মন্ত্রণালয় সে উপলক্ষেই চালু করেছে ‘বঙ্গবন্ধু কর্নার’। জাতির জনকের বিভিন্ন সময়ের ছবি, তাকে নিয়ে প্রকাশিত বিভিন্ন বইসহ আরও অনেক উপাদানই রাখা হয়েছে এই কর্নারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারাই আসবেন, এই কর্নারে এলেই যেন তারা কিছুটা হলেও জেনে নিতে পারবেন জাতির পিতাকে।
মুজিববর্ষ শুরুর প্রাক্কালে সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উদ্বোধন করেন এই বঙ্গবন্ধু কর্নার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব মাসুদ বিন মোমেন এসময় উপস্থিত ছিলেন তার সঙ্গে। উদ্বোধন শেষে মুজিব কর্নার ঘুরে দেখেন মন্ত্রী। পরিদর্শন বইতে মন্তব্য লেখেন। সারাবাংলা’র ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ তুলেছেন সেসব ছবি
- বঙ্গবন্ধু কর্নারের প্রবেশদ্বার
- উদ্বোধন করা হচ্ছে বঙ্গবন্ধু কর্নার
- কর্নারে ঢুকতেই চোখে পড়বে জাতির জনকের হাস্যোজ্জ্বল একটি পোর্ট্রেট
- বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাতের মুহূর্তগুলো ছবিতে বন্দি
- বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ছাড়াও রয়েছে একটি টিভি, যাতে দেখানো হবে বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র
- ইতিহাস যে সাক্ষী হয়ে রয়েছে কর্নারের দেয়ালে দেয়ালে
- লোকজ কিছু উপকরণও স্থান পেয়েছে এখানে
- রয়েছে মুজিববর্ষ উপলক্ষে তৈরি উপহার সামগ্রীও
- বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন শেষে পরিদর্শন বইয়ে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বঙ্গবন্ধু কর্নার