বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানী ঢাকার উপর দিয়ে বয়ে গেল কালবৈশাখী ঝড়। মাত্র আধাঘণ্টার এই ঝড়ের সঙ্গে ঝরে ভারী বৃষ্টি। সেই বৃষ্টিতে নগরীর রাস্তায় দেখা যায় চিরাচরিত দৃশ্য। অলিগলি তো বটেই পানি জমে যায় বড় রাস্তাতেও। সেই পানির মধ্যেই সাধারণ ছুটি উপেক্ষা করে চলছে যানবাহন। বেরিয়েছে মানুষ। এমনই কিছু দৃশ্য উঠে এলো সারাবাংলার সিনিয়র ফটো সাংবাদিক হাবিবুর রহমানের ক্যামেরায়।
- না সাধারণ ছুটি না রাস্তায় জমা পানি, কিছুই ঘরে আটকে রাখতে পারছে না আমাদের
- করোনার আতঙ্কে ঘরে থাকা!
- রাস্তায় জমা পানি ছিটিয়ে চলছে জরুরি ওষুধ সরবরাহের গাড়ি
- গাড়ির পানিতে ভিজে গেল রিকশাচালক ও যাত্রী
- জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের যেন স্বস্তি নাই