‘দ্য নিউ নরমাল’ (ফটোস্টোরি)
২৯ মে ২০২০ ১২:৩১ | আপডেট: ২৯ মে ২০২০ ১৭:৫৮
নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় সারা দুনিয়া হিমশিম খাচ্ছে, সে খবর পুরাতন। নতুন খবর হলো – ভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে আরোপিত লকডাউন থেকে ধীরে ধীরে সব দেশ বেরিয়ে আসছে। যেহেতু, অর্থনীতি- টাকার ব্যাপার এবং ক্ষুধা – খাবার দাবার তাই মানুষ ‘সীমিত পরিসরের’ নামে পুরোপুরিই মাঠে নামার ছক কষছে। তবে, রাস্তায় বেরিয়েই মানুষ নতুন যা কিছুর মুখোমুখি হবে, তাই নিউ নরমাল। ইন্টারনেট থেকে পাওয়া বিখ্যাত কিছু ভাস্কর্যের মুখে মাস্ক পরিয়ে দেওয়া ছবিগুলো নিয়ে আজকের ফটোস্টোরি –
‘দ্য নিউ নরমাল’
- হার্ভাড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য
- হার্টফোর্ড স্ট্যাচু
- পিকিং ইউনিভার্সিটি, বেইজিং
- ফিয়ারলেস গার্ল স্ট্যাচু, ম্যানহাটান
- ব্লু ওয়াটার ব্রিজ, পোর্ট হুরন
- রানার স্ট্যাচু, আমেরিকা
- রানার স্ট্যাচু
- মাদার তেরেসা স্ট্যাচু, কসোভো
- ম্যারাথন স্ট্যাচু, বোস্টন
- ডন স্ট্যাচু, ওরেগন
- রানার স্ট্যাচু, এথেন্স
- ওকাপি স্ট্যাচু, কেনচুকি