ঠিক উল্টানো কলসের মতো করে তৈরি বাসায় বাস করে বাবুই পাখি। তাদের এই নান্দনিক বাসার জন্য শৈল্পিক পাখি বলা। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকা থেকে ছবিগুলো তুলেছেন হাবিবুর রহমান
ঠিক উল্টানো কলসের মতো করে তৈরি বাসায় বাস করে বাবুই পাখি। তাদের এই নান্দনিক বাসার জন্য শৈল্পিক পাখি বলা। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকা থেকে ছবিগুলো তুলেছেন হাবিবুর রহমান
খুব প্ররিশ্রম আর খেঁটেখুটে বাসা বানায়
কথিত আছে: রাতে বাসায় আলো জ্বালার জন্য বাবুই জোনাকী ধরে এনে গোঁজে
এরা বেশ দলবদ্ধ প্রাণী আর কলোনি করে জীবনযাপন করতে অভ্যস্ত
বাবুইয়ের বাসা করার জন্য প্রয়োজন হয় নলখাগড়া ও হোগলার বন
সাধারণত তাল, পাম ও কাটা জাতীয় বৃক্ষে বাসা তৈরি করে এবং আহার সংগ্রহে সুবিধা হয় এমন স্থান নির্বাচন করে।