ভবঘুরেদের বসবাস তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতিভাস্কর্যে
১১ জুলাই ২০২০ ১৮:৪৭ | আপডেট: ১১ জুলাই ২০২০ ২২:২৪
জায়গাটি একধরনের স্মৃতিচিহ্ন, স্মৃতিস্তম্ভ ও জাদুঘর হিসেবে তৈরির পরিকল্পনা থাকলেও হয়ে আছে ভবঘুরেদের আশ্রয়কেন্দ্র
২০১১ সালের ১৩ আগস্ট ভোরে কাগজের ফুল চলচ্চিত্রের দৃশ্য ধারণের স্থান নির্বাচন করতে মানিকগঞ্জে গিয়েছিলেন চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ নয়জন। ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে পিষে ফেলে উল্টো দিক থেকে আসা একটি বাস। সেখানেই মারা যান পাঁচজন। তাদের সেই গাড়ি থেকে স্মৃতিভাস্কর্যটি নির্মাণ করছেন ঢালী আল মামুন। ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতিভাস্কর্য’ নামে সেটা স্থাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলসংলগ্ন সড়কদ্বীপে। ছবি: সুমিত আহমেদ
- জায়গাটি একধরনের স্মৃতিচিহ্ন, স্মৃতিস্তম্ভ ও জাদুঘর হিসেবে তৈরির পরিকল্পনা থাকলেও হয়ে আছে ভবঘুরেদের আশ্রয়কেন্দ্র
- রাত-দিন সেখানে তারা ঘুমায়, আড্ডা দেয়।