Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুরছে গরু খামার থেকে মোবাইলে! [ছবি]


১৭ জুলাই ২০২০ ১৯:৩২

সে কারণেই গরুর ছবি তোলা হচ্ছে। সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে পরিবারের সদস্যদের। কেউ কেউ ভিডিও কলেও যুক্ত হয়ে দেখাচ্ছেন গরু

করোনাভাইরাসের সংক্রমণ বদলে দিয়েছে সব দৃশ্যপট। সামনে ঈদুল আজহা। এই সময়ে যখন বিভিন্ন স্থানে পশুর হাট জমজমাট হয়ে ওঠার কথা, তখন সংক্রমণের ঝুঁকি এড়াতে অনেকেই এড়াতে চাইছেন পশুর হাট। যে কারণে ঢুঁ মারছেন ভার্চুয়াল দুনিয়ায়। খামারিরাও সময়ের সঙ্গে তাল মিলিয়েছেন। হাট বা বেপারিদের পাশাপাশি গরু বিক্রির জন্য বেছে নিচ্ছেন ভার্চুয়াল প্ল্যাটফর্ম। ফেসবুক বা ই-কমার্স সাইটে তুলে ধরছেন গরুর বিবরণ, দিচ্ছেন ছবি। আগ্রহী ক্রেতারা আবার অনলাইনে গরু পছন্দ করার পর আসছেন খামারে। নিজে দেখছেন, ছবি বা ভিডিও তুলে পাঠিয়ে দিচ্ছেন পরিবারের কাছেও। তারপর চূড়ান্ত হচ্ছে গরু বেচাকেনা।

চট্টগ্রাম শিলকবাহা শাহ আমানাত অ্যাগ্রো ও উওর কাট্টলী চাটগাঁইয়া অ্যাগ্রো থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

অনলাইনে গরু বিক্রি ঈদুল আজহা কোরবানির ঈদ কোরবানির গরু গরুর খামার টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর