Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দে দে পাল তুলে দে… [ছবি]


১৮ জুলাই ২০২০ ০৮:৫০

ভরা যৌবনা বুড়িগঙ্গায় বাহারি রঙের পালতোলা নৌকার সারি যেন পুরনো দিনের নষ্টালজিক স্মৃতির রোমন্থন

পালতোলা নৌকা। নদীবিধৌত বাংলাদেশের কথা বললেই যেন চোখে ভেসে ওঠে নৌকা। একটা সময় পর্যন্ত যখন নৌকাই ছিল এ দেশের মানুষের চলাচলের অন্যতম বাহন, তখন হরেকরকম নৌকার মধ্যেও আলাদা করে চোখে পড়ত পালতোলা নৌকা। পাল উড়িয়ে বাতাসের টানে ভেসে যাওয়া সেসব নৌকার দিন আর নেই। অথচ নৌপথের ছোট ছোট দূরত্বের জন্য তখন ভরসা ছিল এসব নৌকা। একসময় শ্যালো ইঞ্জিনের যান্ত্রিকতা এসব নৌকাকে ‘সেকেলে’ করে দেয়। তারপর সড়কপথের অভাবনীয় অগ্রগতিতে নৌপথই হয়ে পড়ে ‘সেকেলে’। নদীর বুকে বাহারি রঙের পালতোলা নৌকার দেখা তাই এখন মেলে কালেভদ্রে।

বিজ্ঞাপন

বর্ষার এই মৌসুমে বুড়িগঙ্গায় পালতোলা কিছু নৌকাকেই ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

নৌকা পালতোলা নৌকা বর্ষা মৌসুম বুড়িগঙ্গা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর