Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন ভাসে জলে [ছবি]


২৩ জুলাই ২০২০ ০৯:০০ | আপডেট: ২৩ জুলাই ২০২০ ১২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আষাঢ় পেরিয়ে চলছে শ্রাবণ। আকাশ ভেঙে ঝরছে বৃষ্টি। ওদিকে উজান থেকে নেমে আসা ঢলও বাঁধ মানছে না। ফল যা হওয়ার তাই— উপচে পড়ছে নদ-নদী। কুড়িগ্রাম থেকে রাজবাড়ী— জনপদের পর জনপদ এখন ভাসছে পানিতে।

পদ্মা আর পদ্মার শাখা আড়িয়াল খাঁ— দু’টোই বয়ে গেছে ফরিদপুরের সদরপুর উপজেলায়। আগের সেই তেজ না থাকলেও প্রমত্তা পদ্মার সর্বনাশা রূপের কাছে এখনো অসহায় এই এলাকার মানুষ। প্রতিবছর ভরা বর্ষা মানেই যেন আরও একবার সর্বস্বান্ত হওয়া এই জনপদের মানুষদের। গত কয়েকবছরের মধ্যে একটু বেশি বন্যায় হওয়ায় সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি যেন আরেকবার।

এই সদরপুর উপজেলারই একটি গ্রাম নন্দলাল চর। পদ্মার ভরা যৌবনের কাছে এখন আর গ্রাম বলে চেনার উপায় নেই। বন্যায় ডুবে গেছে চারিধার। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

নদী ভাঙন নন্দলাল চর পদ্মা ফরিদপুর বন্যা সদরপুর উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর