কিছু না মেনে, কিছুটা মেনে [ছবি]
২৬ জুলাই ২০২০ ০৮:০৩ | আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৫:৪৪
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ (নভেল করোনাভাইরাস) এর গণসংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষ সর্বস্তরে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক ঘোষণা করলেও, জনগণের মধ্যে সেই নির্দেশনা বিশেষ কোনো প্রভাব ফেলেনি। বরং মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে দেশটির যত্রতত্র জনসমাগম হচ্ছে। সেখানকার পরিসর হয়ে উঠছে সীমার মাঝে অসীম। আর স্বাস্থ্যবিধির নাম গন্ধও নেই অধিকাংশ ক্ষেত্রে। বিচরণের গণ্ডির ভেতরে বাইরে বহুমাত্রিক টানাপোড়েনে জর্জরিত ‘দৌড়ের ওপর’ থাকা মানুষ কি আর তবে মুখোশের বোঝা বইতে পারছেন না?
রাজধানীর প্রবেশমুখের কাছাকাছি মহাসড়ক থেকে সম্প্রতি ছবিগুলো তুলেছেন সারাবাংলা’র সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
- কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে বাংলাদেশের সরকারি হিসাবে মোট আক্রান্ত দুই লাখ ২১ হাজার ১৭৮ জন।
- সর্বশেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে মোট দুই হাজার ৫২০ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত করা গেছে।
- সর্বশেষ হিসাবে একদিনে ৩৮ জনের মৃত্যুর খবর প্রচারিত হলেও, বাংলাদেশের মধ্যবিত্ত ঘর-গৃস্থালি-বাজার-ঘাট সমানে চষে বেড়াচ্ছেন।
- মোট আক্রান্তের বয়সভিত্তিক ক্যাটেগরিতে ‘ঝুঁকিপূর্ণ’ বয়ঃসীমার মানুষদেরকেও স্বাস্থ্যবিধি’র ব্যাপারে উদাসীন দেখা গেছে।
- তবে, করোনাকালে বহুমাত্রিক টানাপোড়েনে ‘দৌড়ের ওপর’ থাকা মানুষ ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের পাকস্থলি ক্রমেই ‘ভাইরাসের ভয়’ উধাও করে দিচ্ছে – সামাজিক গবেষণাগুলো থেকে এ রকম ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।
- ভেংচি কেটে দেখা এ অতিমারি
- অনিরাপদ যাত্রাপথ প্রজন্ম থেকে প্রজন্মে
- কিছু না মেনে > কিছুটা মেনে
- ‘জীবন চলছে এবং চলবে, চলতি জীবনের গল্প বলবে’