ঘাম ঝরে, মজুরি কমে
৮ মার্চ ২০১৮ ১৪:০১
৮ মার্চ বা নারী দিবসের কথা জানেন না এই নারী দিনমজুরা। শুধু জানেন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাথায় করে বালি-খোয়ার বোঝা টানতে হবে। আর দিনশেষে মজুরি পাবেন ৩০০ টাকা। যেখান থেকে ১০০ টাকা চলে যাবে লাইনম্যান আর ঠিকাদারের পকেটে। কিন্তু একই সঙ্গে একই কাজ করে পাশের পুরুষ দিনমজুরের পকেটে যাবে ৪০০ টাকা।
সড়ক নিমার্ণের কাজে ব্যস্ত এ সব নারী শ্রমিকের মজুরি বৈষম্য কি আদৌ দূর হবে কোন দিন? বৃহস্পতিবার (৮ মার্চ ) শের-ই- বাংলা নগর পরিকল্পনা কমিশনের সামনের রাস্তা থেকে নারী শ্রমিকদের ছবি তুলেছেন সারাবাংলার নিউজ এডিটর জান্নাতুল ফেরদৌসী।
একই কাজে পুরুষ শ্রমিকের তুলনায় কম মজুরি পান নারী শ্রমিকেরা।
রায়ের বাজার থেকে পায়ে হেঁটে প্রতিদিন আগারগাঁওয়ে কাজে আসেন মঞ্জুরি।
স্বামী মারা গেছে ১০ বছর আগে, তারপর থেকেই দিনমজুর রাবেয়া।
বসার ফুসরৎ নেই। বাঁশি বাজিয়ে দ্রুত কাজ করার তাগাদা দেন সুপারভাইজার
বয়স বাড়ে মজুরি বাড়ে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লেও ক্লান্ত হওয়া চলবে না।
আছে সময় মতো কাজ শেষ করার তাড়া।
সারাবাংলা/এমআই/জেডএফ