বাড়ি ফেরার তাড়া [ছবি]
৩১ জুলাই ২০২০ ০৩:১০ | আপডেট: ৩১ জুলাই ২০২০ ১১:৩১
ঈদুল আজহার বাকি আর একদিন। স্বাভাবিকভাবেই রাজধানী থেকে শুরু হয়েছে গ্রামমুখী মানুষের ঢল। এ বছর অবশ্য চিত্র একটু ব্যতিক্রম। কারণ প্রতিবছর ঈদের প্রায় দুই সপ্তাহ আগে থেকেই শুরু হয় এই ‘ঈদযাত্রা’। এবারে সেটা শুরু হলো একটু দেরিতেই। শেষ সময়ে এসেই যেন শুরু হয়েছে বাড়ির পথে যাত্রা। বৃহস্পতিবার তাই দীর্ঘদিন পর মহাখালী বাস টার্মিনাল দেখা গেল পরিচিত কোলাহলমুখর রূপে। সেই বাসের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন, টার্মিনালে পা ফেলার জায়গা নেই, বাসের জন্য অপেক্ষার প্রহর গোনার ক্লান্তি— সবই ফিরে এলো।
বাস হাজির হতে না হতেই অবশ্য আবার চিত্রে ভিন্নতা। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে বাসে যাত্রীর সংখ্যা অর্ধেক। তাতে রাস্তায় খুব বেশি যানজটের কবলে না পড়তে হলে যেন স্বস্তির ঈদযাত্রার প্রতিচ্ছবি যাত্রীদের চোখেমুখে।
মহাখালী বাস টার্মিনাল থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- বাস ও যাত্রীগণ
- মহাখালি টার্মিনালের ‘সেই’ ভিড়
- টিকিট পেতে লাইন
- বাস কিন্তু অনেক দূর
- অপেক্ষা
- জীবাণুদের বিরুদ্ধে যুদ্ধ
- সামাজিক দূরত্ব
- সামাজিক দূরত্ব ২
ঈদযাত্রা টিকিটের জন্য লাইন মহাখালী বাস টার্মিনাল যাত্রীদের ভিড়