ঈদের ছুটি: করোনা ভুলে বিনোদনের খোঁজে [ছবি]
২ আগস্ট ২০২০ ২২:১৩ | আপডেট: ৩ আগস্ট ২০২০ ০৯:০৭
ঈদুল আজহা বলে ঈদের প্রথম দিনটি ‘সামর্থ্যবান’ সবারই কেটেছে কোরবানির পশুর পেছনেই। যে কারণে ঈদের দিনটিতে রাজধানীর বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত স্থানগুলোতে তেমন কারও আনাগোনা দেখা যায়নি। তবে ঈদের দ্বিতীয় দিনে এসে ঠিকই রাজধানীজুড়ে দেখা গেছে মানুষের ঢল। মিরপুরের চিড়িয়াখানা, শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের (সাবেক শিশুমেলা) মতো স্থাপনাতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। তবে এসব স্থান যে এদিন বন্ধ, তা আসলে জানা ছিল না তাদের। ফলে বিফল মনোরথেই ফিরতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনার, হাতিরঝিলের মতো স্থানগুলোতেই সময় কাটাতে হয়েছে তাদের।
দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো সতর্কতা জারি করা আছে, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। মুখে মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বানও রয়েছে। কারণ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ঈদের সময়ে করোনা সংশ্লিষ্ট স্বাস্থ্যবিধি অনুসরণ করতে না পারলে ফের করোনার সংক্রমণ মাত্রা ছাড়াতে পারে। এমন পরিস্থিতিতেও রাজধানীতে ঈদের দ্বিতীয় দিন যারা বের হয়েছেন, তাদের কাউকেই স্বাস্থ্যবিধি মানতে সচেষ্ট হতে দেখা যায়নি। বেশিরভাগ মানুষের মুখেই ছিল না মাস্ক, আর সামাজিক দূরত্ব অনুসরণ তো দূর অস্ত। ঈদের দিন কোরবানির সময়ও দেখা গেছে প্রায় একই চিত্র। তবে কি বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্য প্রমাণিত হবে? গত মাসখানেক সময়ে কমে আসা করোনা সংক্রমণ কি ফের বাড়তি গতি পাবে? সে উত্তর সময়ই বলে দেবে।
রাজধানী ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- দর্শনার্থীদের প্রবেশের সুযোগ ছিল না, ফলে চিড়িয়াখানায় হরিণ-জিরাফদের আরও একটি দিন কেটেছে নিজেদের মতো
- তবে অনেকেই জানতেন না চিড়িয়াখানা বন্ধ থাকার কথা, ফলে এসে বিফল মনোরথে ফেরত গেছেন
- চিড়িয়াখানায় ঢুকতে না পেরে ওই সান্ত্বনা হিসেবে একটু উঁকি দিয়ে দেখার চেষ্টা
- তারপরও অবশ্য দর্শনার্থীদের ভিড় দেখে এই ছেলেটির মতো বেশ কয়েকজনকেই দেখা গেল ভ্রাম্যমাণ দোকান নিয়ে বসে যেতে
- একই অবস্থা দেখা গেছে শ্যামলী ওয়ান্ডারল্যান্ডেও
- মজার মজার রাইডগুলোর চাকা ঘোরেনি
- অনেকেই এদিন ঘুরতে গেছেন কেন্দ্রীয় শহিদ মিনারে
- মুক্ত আকাশের স্বাদ পেয়ে শিশুরা স্বভাবতই ছিল উচ্ছ্বসিত
- দলবেঁধে পরিবারের সদস্যদের নিয়েই বেরিয়েছেন সবাই
- আর প্রত্যাশামতোই ভিড় ছিল হাতিরঝিলে
- অনেকেই সেখানে ঘুরেছেন নৌকা নিয়ে
- দুয়েকজনকে ঘুড়ি ওড়াতেও দেখা গেছে
- তবে যারাই বাইরে বের হয়েছেন, স্বাস্থ্যবিধির বিষয়গুলোকে পাত্তা দিতে দেখা যায়নি কাউকেই
ঈদুল ফিতর ঈদের দ্বিতীয় দিন ওয়ান্ডারল্যান্ড চিড়িয়াখানা দর্শনার্থীদের ভিড় বিনোদনকেন্দ্র বন্ধ শহিদ মিনার স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি অনুসরণ হাতিরঝিল