শোকের স্মারক [ছবি]
১৪ আগস্ট ২০২০ ২০:২৫
ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করলেই শুরু হবে সেই দিনটির, যে দিনটি বাঙালি জাতির অকৃতজ্ঞতার কলঙ্কময় একটি দিন। পিতাকে হত্যার এক নারকীয় নৃশংস দিন। ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। পিতৃহত্যার দায় কাঁধে নিয়ে দিনটি পালন করতে হয় গোটা জাতিকে।
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে এ বছর জাতীয় শোক দিবস ঘটা করে পালনের সুযোগ নেই। তবু আনুষ্ঠানিকতা তো থেমে থাকবে না। সীমিত পরিসরে হলেও পালন করা হবে এই দিনটি। তারই প্রস্তুতি চলছে নানারকম। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যেমন দেখা গেল বিক্রি হচ্ছে হরেক রকম ব্যাজ, ব্যান্ড পতাকা। কোনোটি কাপড়ের, কোনোটি ধাতব বস্তুতে তৈরি। ছোট-বড় নানা আকৃতির রয়েছে এসব পণ্য। আকার আর মানভেদে দামও হরেক রকমের। রয়েছে জাতির পিতার ছবিও।
ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শোক দিবস পতাকা ব্যাজ ব্যান্ড শোক দিবস