জলে ভেসে বেচাকেনা ভিমরুলি হাটে [ছবি]
১৮ আগস্ট ২০২০ ০৮:৪০ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ১২:০৬
ঝালকাঠি জেলার ভিমরুলি। নদী-খালবেষ্টিত জায়গাটি এলাকাবাসী ছাড়া বাইরের মানুষের কাছে খুব একটা পরিচিত ছিল না বললেই চলে। তবে গত কয়েক বছরে জায়গাটি বেশ পরিচিত হয়ে উঠেছে। আর তার কারণ একটাই— পেয়ারার ভাসমান বাজার। কেবল পেয়ারার ক্রেতা-বিক্রেতা নয়, পেয়ারার মৌসুমে পর্যটকদের কাছেও দক্ষিণাঞ্চলের অন্যতম গন্তব্য হয়ে ওঠে স্থানটি।
মূলত বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর— এই তিন জেলার মিলনস্থল যে এলাকাটি, সেই এলাকাতে গড়ে উঠেছে বিশাল পেয়ারা বাগান। বলা হয়ে থাকে— আটঘর, কুরিয়ানা, ডুমুরিয়া, বেতরা, ডালুহারসহ এর আশপাশের গ্রামগুলো দেশের মোট পেয়ারার প্রায় তিন-চতুর্থাংশ জোগান দিয়ে থাকে। আর এই বিপুল পরিমাণ পেয়ারার বেচাকেনার জন্যই পিরোজপুরের স্বরূপকাঠিসহ ঝালকাঠির ভিমরুলি, আটঘর, কুড়িয়ানায় গড়ে উঠেছে ভাসমান হাট। গোটা এলাকাকে অনেকেই থাইল্যান্ডের ‘ফ্লোটিং মার্কেটে’র সঙ্গে তুলনা করে থাকেন।
প্রতিবছর জুলাই-আগস্ট-সেপ্টেম্বর মাসকে বলা হয়ে থাকে পেয়ারার মৌসুম। ফলে এই তিন মাস জমজমাট থাকে ভিমরুলির ভাসমান হাট। কয়েকশ কোটি টাকার পেয়ারা বেচাকেনা হয় এই সময়টিতে।
ভিমরুলি হাটের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- পেয়ারা বাগানগুলোতে সকাল ৬টা থেকে শুরু হয় পেয়ারা সংগ্রহের কাজ, চলে ৯টা পর্যন্ত
- এরপর পেয়ারাগুলো কেউ ঝুড়িতে, কেউ বাক্সে ভরে সাজিয়ে নেন হাটে তোলার জন্য
- কেউ কেউ সরাসরি নৌকার পাটাতনেই পাতা বিছিয়ে পেয়ারার স্তূপ গড়ে তোলেন
- ব্যবসায়ীরা জানালেন, এ বছর একের পর এক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। প্রথমত, পোকার কারণে এবার তাদের ফলন হয়েছে কম
- পেয়ারার দামও এ বছর খুব কম। প্রতি কেজি বিক্রি হচ্ছে মানভেদে ৪ থেকে ৮ টাকায়, অথচ ঢাকাতে আসতে আসতে সেই পেয়ারার দাম হয়ে যাচ্ছে ৬০ টাকা!
- ক্রেতা না থাকলেও আশপাশের প্রায় ২০ কিলোমিটার এলাকায় গড়ে ওঠা বিশাল পেয়ারা বাগানের মালিকদের গন্তব্য এই ভাসমান বাজার
- জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর— এই তিন মাসে প্রতিদিন কয়েক হাজার মণ করে পেয়ারা বিক্রি হয় এসব হাটে
- কেবল পেয়ারা ক্রেতা নয়, এই সময়টাতে পর্যটকদের ভিড়ও থাকে বেশ। গত কয়েক বছর ধরেই তাদের উপস্থিতি বাড়ছে। তবে এ বছর করোনার কারণে তাদের উপস্থিতিও বেশ কম
- পেয়ারা বাগানের মালিকদের প্রত্যাশা, এ বছরটা একটু খারাপ গেলেও সামনের বছর আবার ঘুরে দাঁড়াবেন তারা
ঝালকাঠি টপ নিউজ নৌকায় হাট পেয়ারা পেয়ারার হাট ভাসমান হাট ভিমরুলি স্বরূপকাঠি